আলোহীন বাতিঘর
আমাদের বাতিঘর গুলোতে আজ অালোর পরিবর্তে অন্ধকার।নিকষ কালো অন্ধকারে ছেয়ে যাচ্ছে আমাদের দেশের উচ্চ শিক্ষার বাতিঘর আমাদের বিশ্ববিদ্যালয় গুলো।একে একে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে গ্রাস করছে অনিয়ম,দূর্নীতি এবং নৈতিক স্খলনের মতো বিষয় গুলো।
এমনিতে ছাত্র ও শিক্ষক রাজনীতিতে
অপঃ রাজনীতির প্রভাব বেড়ে যাওয়ায় অস্থিরতা বিরাজ করছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে।তার উপর যোগ হয়েছে উপাচার্য হতে এক শ্রেনীর শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের নৈতিকতা বিবর্জিত কর্মকান্ড,দূর্নীতি,স্বজনপ্রীতি।যা’ আজ অশান্ত করে তুলেছে বিশ্ববিদ্যালয় গুলোর পরিবেশকে।এর ফলে বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয় গুলোর স্বাভাবিক কার্যক্রম।শিক্ষার পরিবেশ নেই বিশ্ববিদ্যালয় সিংহভাগ ক্যাম্পাসে।যার ফলে আলোর পরিবর্তে অন্ধকার নেমে আসছে দেশের একটার পর একটা বিশ্ববিদ্যালয়ে।
যেখানে মেধাবীরা আসে শিক্ষার বর্ণিল আলোকচ্ছটায় আরো আলোকিত হতে,সেখানে যদি অন্ধকারই নেমে আসে, তা’হলে কি হবে এই দেশ ও আমাদের এই সমাজের।কিভাবেই বা আলোকিত হবে আমাদের রাষ্ট্র ও আমাদের সমাজ?
আজ এই প্রশ্ন সকলের।