প্রথমবারের মতো হয়ে গেল বন্ধু বরণ উৎসব-২০১৯
বন্ধুর মুখে হাসি ফোঁটাতে মানুষ কতকিছুই না করে। এক বন্ধু যেমন অন্য বন্ধুর বিপদে আপদে সাহায্যের হাত প্রসারিত করে তেমনি দীর্ঘ সময় নিজ দেশ ছেড়ে বাহিরে থাকা বন্ধুকে বরণ করে নিতেও মরিয়া হয়ে ওঠে, ঠিক তেমনি হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের (ব্যাচ-৯১) এর উদ্যোগে প্রথম বারের মত হয়ে গেল বন্ধুবরণ উৎসব-২০১৯।
প্রথম বারের মত দিনটি পালিত হয় অতি সাদামাটাভাবে, কর্মব্যস্ত মানুষগুলো দিন শেষে যখন যে যার মত ঘরে ফিরে যেতে ব্যস্ত ঠিক তখনই ব্যাচ-৯১ এর বন্ধুগন তাদের এই উৎসবটি পালনের জন্য সকল বন্ধুদের আমন্ত্রন জানান। প্রথম বারের মত শুরু হওয়া বন্ধুবরণ উৎসবটি বিদ্যালয় ক্লাস রুমে হওয়ায় আলোর ব্যবস্থা ছিল অনেক কম, আর এই কমতি আলোতেও উৎসবটিতে আনন্দের কোন কমতি ছিল না।
দীর্ঘদিন আমেরিকায় থাকার পর গত কয়েক দিন আগেই ফিরেছেন শামীম আরা (সাম্মি) আর তাকে বরন করতেই এই আয়োজন করেছেন তার সেই স্কুলজীবনের বন্ধুরা। যদি ভুল না হয় তবে এবারই প্রথম বারের মত হয়ে গেল এই বন্ধুবরণ উৎসব, আয়োজক কমিটি না থাকলেও যারা এই উৎসবটির আয়োজন করেছে তাদের মধ্যে মিসেস শাহিনা পারভীন (বেবী) ও জনাব কামাল হোসেন বলেন “যদিও এটা প্রথমবারের মত সাদামাটা আয়োজন, আশা করছি আমরা সকল বন্ধু মিলে আগামীতে আরো সুন্দর ভাবে আয়োজন করতে পারবো, ইনশাআল্লাহ”।।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাল, উজ্জল, মানিক, লিলেন, রতন, সেলিম ও বাবু।
অন্যদিকে যার জন্য আয়োজন সেই শামীম আরা সাম্মি সহ উপস্থিত ছিলেন বেবী, জেইজি, খুশি, লাভলী, লাকি, নাজমা, রোজিনা, শিউলী ও স্বপ্না সহ অনেকে