শেয়ার কিনবেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক অক্টোবর ২, ২০১৯শেয়ার বিজ নিউজ
বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের করপোরেট পরিচালক কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে। তথ্যমতে, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটির তিন লাখ ৩৫ হাজার ৬৫৩টি শেয়ার কিনবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্তমান বাজারদরে ব্লক মার্কেট থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবে। এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৩৭ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৫৩ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫৪ টাকা। দিনজুড়ে ৬৪ হাজার ৫১২টি শেয়ার মোট ১৬৯ বার হাতবদল হয়, যার বাজারদর ৩৪ লাখ ৭১ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ৫৩ টাকা থেকে সর্বোচ্চ ৫৪ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির ৬০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট তিন কোটি ৩৫ লাখ ২১ হাজার ৯১৪টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ১৯ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ৩১ দশমিক পাঁচ শতাংশ এবং বাকি ৪৯ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
https://sharebiz.net/শেয়ার-কিনবেন-মেঘনা-লাইফ-ই/