সন্ধ্যার কালবৈশাখীতে লণ্ডভণ্ড রাবির প্যারিস


হঠাৎ সন্ধ্যায় শুরু কালবৈশাখী ঝড়। ঝড়টি যেন এসেছিলো শুধুই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য।কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড বিশ্ববিদ্যালয়ের অতি পরিচিত প্যারিস রোড। ঝড়ে রাস্তার দু’ধারের বেশ কিছু নয়নাভিরাম গগন শিরীষ গাছ ভেঙে পড়ে।

গাছের ডাল পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ঝড়ে উপাচার্যের বাসভবনের প্রাচীরের একাংশও ভেঙে যায়। সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান প্যারিস রোড পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ভাঙা গাছ সরানোর ব্যবস্থা করা হয়। এ প্রতিবেদন লেখার সময়ও সরানোর কাজ চলছিলো।

সন্ধ্যার কালবৈশাখীতে লণ্ডভণ্ড রাবির প্যারিস