‘৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি’
নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় হু হু করে বাড়ছে পণ্যটির দাম। এমন পরিস্থিতিতে পণ্যটির দাম ভোক্তার নাগালে রাখতে সরকারি পর্যায় থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন গতকাল এমন ঘোষণা দেন। সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি জানান, আজ থেকে রাজধানীতে ৩৫টি ট্রাকে করে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তিনি বলেন, দেশি পেঁয়াজ এখন আর কাউকে মজুত করতে দেওয়া হবে না। পেঁয়াজ পচনশীল, সে কারণে যার কাছে যে পরিমাণ পেঁয়াজ আছে তা বাজারে ছাড়ুন।
বাণিজ্য সচিব বলেন, ‘টিসিবি নির্ধারিত স্থানগুলোতে ট্রাক থেকে জনসাধারণ কেজিপ্রতি পেঁয়াজ ৪৫ টাকায় কিনতে পারবেন। এ ছাড়া টিসিবির পরিবেশকরা ঢাকা মহানগরীর ৩৫টি স্থান ছাড়াও চট্টগ্রামে ১০টি স্থানে, বাকি ছয়টি বিভাগীয় শহরের পাঁচটি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য বিক্রি করবেন। এসব ট্রাকে টিসিবি নির্ধারিত পণ্যের মূল্য সংবলিত ব্যানার থাকবে।’
বাণিজ্য সচিব বলেন, ‘পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ উৎপাদনশীল এলাকা বিশেষ করে পাবনা, ফরিদপুর এবং উত্তরবঙ্গে ১০ জন যুগ্ম সচিবের নেতৃত্বে ১০টি টিম ইতোমধ্যে রওনা হয়ে গেছে। তারা এসব এলাকায় কেউ যেন অসৎ উদ্দেশ্যে পেঁয়াজের সংকট সৃষ্টির জন্য মজুত করতে না পারে সেটি তদারকি করবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ডিসিদের এই টিমের সঙ্গে যুক্ত থেকে সার্বিক উদ্যোগ গ্রহণের জন্য বলা হয়েছে।’
ড. মো. জাফর উদ্দিন বলেন, ‘ইতোমধ্যে মিসর থেকে দুটি পেঁয়াজবাহী জাহাজ বন্দরে এসে পৌঁছেছে এবং সেটি খালাস হয়েছে। তুরস্ক থেকেও আমদানি করা পেঁয়াজ আসছে। এছাড়া মিয়ানমার থেকে বর্ডার ট্রেডের মাধ্যমে প্রতিনিয়ত পেঁয়াজ আসছে। এলসির মাধ্যমেও মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে।’
জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য সচিব বলেন, পেঁয়াজের এই পরিস্থিতি বেশি দিন থাকবে না।
ঢাকার যেসব জায়গায় টিসিবির পণ্য পাওয়া যাবে সেগুলো হলো সচিবালয়ের গেট, প্রেস ক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সায়েন্সল্যাব মোড়, নিউ মার্কেট/নীলক্ষেত মোড়, শ্যামলী/কল্যাণপুর, ঝিগাতলা মোড়, খামারবাড়ি/ফার্মগেট, কলমীলতা মোড়, রজনীগন্ধা সুপার মার্কেট/কচুক্ষেত, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, রাজলক্ষ্মী কমপ্লেক্স, মিরপুর-১ নং মাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রী আইডিয়াল স্কুল, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ নম্বর গোল চত্বর, আশকোনা হাজি ক্যাম্প, মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, দিলকুশা, মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে ও পলাশী মোড়।
https://sharebiz.net/৪৫-টাকা-দরে-পেঁয়াজ-বিক্র/