আমি বিজয়ের গান গাই


আমি বিজয়ের গান গাই
পরাজিত জনকে পাশে নিয়ে।
আমি মুক্তির কথা বলি
যে আমায় করেছিল বন্দি
আমি স্বাধীনতার কথা বলি
যে আমার পরাধীন করতে চেয়েছিল
চেয়েছিল আমার ডানা দুটি বাধতে
তাকেই বুকের পাজরে ঠাই দিয়ে।
আমি মুক্ত বিহঙ্গের কথা বলি
যে আমায় খাঁচায় বদ্ধ করে রাখে
তার গুনকৃত্তন করতে করতে।
আমি বাতায়নের মুক্ত বাতাসের কথা বলি
রুদ্ধ করেছে যে আমার বাতায়ন তার সাথে দারিয়ে।
আমি মুক্তির স্বাদ খুঁজি
নিজে নিজে বন্দি করে।
তাই, আজ দিন এসেছে
নিজেকে খুজে পাবার
নিজেকে বুঝে নেবার
নিজের পাখা মেলে
নিজের আকাশে মুক্ত বিহঙ্গের মত
পাখা মেলে উড়বার।

কবিঃ কানিস রহমান।