আল্লাহ’র ইচ্ছায় ফিরে এসেছি


দুই মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় হযরত শাহজালাল রহ. বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি বলেন, আজ থেকে দুই মাস ১১ দিন আগে আমার জীবন ছিল চরম অনিশ্চয়তায়। বাঁচব কি বাঁচব না এই সংশয় ছিল জনমনে। সেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে পরম করুনাময় আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছি। অসুস্থতার সময় দেশবাসীর দোয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টার বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমি দেশবাসী এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। মা তার সন্তানের জন্য যা করেন আমাদের প্রিয় নেত্রী তা আমার জন্য করেছেন। তার কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। তার প্রতি আমার ঋণের বোঝা আরও বেড়ে গেল। তিনি বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও কোরআন পড়ে আমার জন্য দোয়া করেছেন। দলের নেতাকর্মীরা আমার জন্য দোয়া করেছেন। আমার অবর্তমানে দলের নেতাকর্মীরা দলের কাজকে এগিয়ে নিয়ে গেছেন। এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ।