কুড়িয়ে পাওয়া পঙক্তিমালা বইয়ের মোড়ক উন্মোচন
কুড়িয়ে পাওয়া পঙক্তিমালা বইয়ের মোড়ক উন্মোচন
আজ শুক্রবার গাজীপুর মেট্টোপলিটন কলেজে কানিস রহমান সংকলিত কবিতার বই কুড়িয়ে পাওয়া পঙক্তিমালা’র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথি বৃন্দ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিদের কবিতা একসাথে করে সংকলন কয়ায় আমাদের লেখক সংঘকে এবং এর প্রতিষ্ঠাতা কানিস রহমানকে ধন্যবাদ জানান। বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলের শুভেচ্ছা জানান এবং এ উদ্যোগ মানুষরে মন ও মননশীলতার উৎকর্ষ সাধন করবে বলে আশা প্রকাশ করেন। প্রফেসর মোকসেদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আকাশ এর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুকুল কুমার মল্লিক অধক্ষ্য ভাষা শহিদ কলেজ, প্রফেসর নিরঞ্জন বিশ্বাস বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ, প্রফেসর অসিম বিভাকর প্রধান ইংরেজি বিভাগ ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ, প্রফেসর মোঃ শরিফুল ইসলাম অধক্ষ্য গাজীপুর মেট্টোপলিটন কলেজ, মাহামুদুল হাসান শাওন কবি ও উপন্যাসিক,আয়ুব রানা সভাপতি কালিয়াকৈর প্রেসক্লাব,মহব্বত হোসেন সদস্য সচিব আমাদের লেখক সংঘ,শামসুল আলম শিবলী উপ-পরিচালক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।