জঙ্গীদের অর্থের উৎস খুঁজতে স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে শক্তিশালী টাস্কফোর্স গঠনঃ


জঙ্গীদের অর্থের উৎস অনুসন্ধান কার্যক্রম আরো জোরদার করার জন্য এবং এই কার্যক্রমের অধিকতর সমন্বয় সাধনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রীকে সভাপতি করে ২২ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।২২ সদস্য বিশিষ্ট এই টাস্কফোর্সে অর্থ মন্ত্রী,শিল্প মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীও রয়েছেন।এছাড়াও রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর,আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,পররাষ্ট্র,জননিরাপত্তা,সুরক্ষা সেবা বিভাগ, আইন ও বিচার বিভাগের সচিব,পুলিশের মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক,বিজিবি মহাপরিচালক,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক,আনসার ও ভিডিপি মহাপরিচালক,RAB মহাপরিচালক,স্পেশাল ব্রান্চ এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক,ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার,ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক,বাংলাদেশ ব্যাংক এর হেড অব ফিন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট,জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেল পরিচালক এবং জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব(রাজনৈতিক ও আইসিটি)।বিগত ২৬ সেপ্টেম্বর তারিখে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত এতদ্ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে,সরকারের উচ্চ পর্যায়ের গঠিত এই টাস্কফোর্স সরকারের নির্ধারিত পাঁচটি কার্যপরিধি নিয়ে কাজ করবে এবং প্রয়োজনে টাস্কফোর্স আরো সদস্য কো-অপ্ট করতে পারবে।
যে পাঁচটি কর্ম পরিধিতে জঙ্গী দমন ও জঙ্গীদের অর্থের উৎস খুঁজতে টাস্কফোর্স কাজ করবে,তা’ হচ্ছে- জঙ্গীদের টাকা-পয়সার উৎস অনুসন্ধান আরো জোরদারকরন এবং এই কার্যক্রম অধিকতর সমন্বয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন ,অর্থের উৎস ও জোগানদাতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের সুপারিশ প্রনয়ন,জঙ্গী তৎপরতা রোধে নিবিড় গোয়েন্দা নজরদারী জোরদারকরন,জঙ্গীবাদ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত যে কোন ধরনের তৎপরতা দমনে আইনানুগ কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করন এবং সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ,বিশ্লেষন,
পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহন।

@
তথ্য সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন।

* ইন্স্যুরেন্সটাইমস বিডি.কম নিউজ ডেক্স।