ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক গন রেলি
৪ নং ওয়ার্ড সোসাইটি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক গন রেলিতে উপস্থিত ছিলেন। মাননীয় শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপি আরো উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন কাফরুল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মাইকেল, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, ঢাকা মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও কাফরুল এর মহিলা আওয়ামীলীগ নেত্রী রোকেয়া জামাল, সহ আরো উপস্থিত ছিলেন কাফরুল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিপন, শাহ আলম, রওশন এবং মিরপুর থানার ওসি জনাব সেলিমুজ্জামান সহ আরো অনেক নেতৃবৃন্দ । ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনের পন্থা নিয়ে আলোচনার পাশাপাশি সকলকে সহযোগিতার আশ্বাস দেন নেতারা। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি আমাদেরও যে সকল দায়িত্ব আছে
তা পালন করতে হবে বলে জানান জনাব মতিউর রহমান মাইকেল। তিনি আশা করেন খুব দ্রুত মিরপুর, ঢাকা তথা সমগ্র বাংলাদেশ থেকে খুব দ্রুতই ডেঙ্গু নির্মূল হবে।
তিনি বিশ্বাস করেন দল মত নির্বিশেষে সকলেই ডেঙ্গু নির্মূলে মাননীয় শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপি কে সহায়তা করবেন।
ডেঙ্গু নির্মূল অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে ডেঙ্গু নির্ণয় সুবিধা প্রদান করবে।
বাংলাদেশের যেসব এলাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল সুবিধা রয়েছে সেখানে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি বিনামূল্যে ডেঙ্গু রোগ নির্ণয় এবং সিএমএইচে চিকিৎসা সহায়তার বিষয়টি উল্লেখ করেছিলেন।