নন-লাইফ বীমা কোম্পানীর বিনিয়োগ নীতিমালায় বিনিয়োগের সক্ষমতা বাড়ালো বীমা নিয়ন্ত্রক সংস্থা আই ডি আর এ……


দেশের নন-লাইফ তথা সাধারন বীমা কোম্পানী সমূহের সম্পদ বিনিয়োগ ও সংরক্ষন এর জন্য প্রনীত প্রবিধানমালায় নন-লাইফ বীমা কোম্পানীর সম্পদের ৬০% পূঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।এর ফলে তালিকাভুক্ত কোম্পানী,মিচ্যূয়াল ফান্ড ও ইউনিট ফান্ড,ডিবেন্চার এ সম্পদের ৬০ % বিনিয়োগের সুযোগ সৃষ্টি হলো।এছাড়া ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য সরকারের ইস্যূকৃত গ্যারান্টিযুক্ত বন্ডেও বিনিয়োগ করতে পারবে এ ধরনের বীমা কোম্পানী গুলো।
নতুন এই প্রবিধানমালা প্রনয়নের আগে নন-লাইফ বীমা কোম্পানী গুলো পূঁজিবাজারে বিনিয়োগ সীমা ছিল তাদের সম্পদের ৩০% পর্যন্ত।
এছাড়া অ-ব্যাংকিং অার্থিক প্রতিষ্ঠানেও নন-লাইফ বীমা কোম্পানী গুলো আমানত রাখতে পারবে।যা’ আগে তাদের করার সুযোগ ছিল না।
মূলতঃ বীমা কোম্পানীকে পূ্জিবাজারে বিনিয়োগে উৎসাহী করতে নন-লাইফ বীমাকারীর সম্পদ বিনিয়োগ ও সংরক্ষন প্রবিধানমালায় এই বিধান রাখা হয়েছে।