পলিশেড ফগার ইরিগেশনে দেশে ফুল ও সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন। স্বাবলম্বি হচ্ছে কৃষক।


বাংলাদেশে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার কৃষকরা পলিশেড ফগার ইরিগ্রেশন পদ্ধতিতে তাপমাত্রা নিয়ন্ত্রন করে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই নিরাপদ বিষমুক্ত ও রপ্তানিমূখী সবজি ও ফুল উৎপাদন করে আর্থিক ভাবে স্বাবলম্বি হচ্ছেন।
ফুল চাষের রাজধানীখ্যাত গদখালীতে উৎপন্ন ফুল দেশে উৎপাদিত মোট ফুলের ৬০ ভাগ। ফুল চাষ করতে গিয়ে প্রতিবছর এখানকার কৃষকেরা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন এবং আর্থিকভাবে বেশ লোকসান গুনতে হতো। তাদের এই লোকসানের দিকটি বিবেচনায় এনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি সেচ)এর উদ্যোগে গদখালী এলাকায় পলিহাউজের মাধ্যমে নতুন ধরনের চাষের প্রকল্প হাতে নেয়া হয়েছে। বর্তমানে গদখালী এলাকায় সাতটি পলিহাউজের মাধ্যমে অল্প খরচে ফুল ও সবজি চাষ করে কৃষকেরা বেশি লাভবান হচ্ছে। এই পদ্ধতিতে একই জমিতে জারবেরা, গ্লাডিউলাস, রজনীগন্ধা, গোলাপ ফুল সহ ১২ ধরনের সবজি চাষ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকঃ সাইফুল আজম