বন্ধু ৯১ বিজয় মেলা ২০২০
“বন্ধু ৯১ বিজয় মেলা ২০২০” উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করেছেন Batch SSC 91” “HSC 93” Bangladesh এ্যাডমিন প্যানেল সহ সকল বন্ধুরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আগামী ১৬ই ডিসেম্বর’২০২০ইং সনে অনুষ্ঠিতব্য মিলন মেলায় অনুষ্ঠানসুচি নির্ধারনের জন্যই এই আয়োজন বলে জানাযায় এ্যাডমিন প্যানেলের কামল পিন্টুর কাছ থেকে। দুর দুরান্ত থেকে আগত বন্ধুরের স্বাগত জানানের পাশাপাশি তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধু ৯১ বিজয় মেলা ২০২০।
আয়োজক প্যানেল থেকে উক্ত অনুষ্ঠানে সকলে উপস্থিতি ও অনুষ্ঠান সফল করণের জন্য সকলের সুচিন্তিত পরামর্শ প্রয়োজন।