বড় অংকের টাকা জরিমানা গুনলেও পূঁজি বাজারে আসতে গড়িমসি করছে ১৮টি লাইফ ও ৯ টি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীঃ


কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে পূঁজিবাজারে আসার বাধ্যবাধকতা থাকলেও দেশের ২৭ টি লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পূঁজিবাজারে এখনও আসেনি।এমনকি প্রতিষ্ঠার তেইশ বছরেও পূঁজিবাজারে আসতে পারেনি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী। আইন অনুযায়ী প্রতিদিন পাঁচ হাজার টাকা হারে জরিমানা গুনে পূঁজিবাজারে তালিকাভুক্ত হতে গড়িমসি করছে এ সব কোম্পানী। আইনের তোয়াক্কা না করে পূঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়া কোম্পানী গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বীমা নিয়ন্ত্রক সংস্থা আই ডি আর এ।
এদিকে আই ডি আর এ চলতি বছরের মধ্যে কোম্পানী গুলোকে পূঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে।যে সকল কোম্পানী এর আওতায় পড়েছে, তার মধ্যে লাইফ ইন্স্যূরেন্সে রয়েছে বায়রা,গোল্ডেন,হোমল্যান্ড,সানফ্লাওয়ার,বেষ্ট লাইফ,চাটার্ড,এনআরবি গ্লোবাল, প্রোটেক্টিভ, সোনালী, জেনিথ, আলফা, ডায়মন্ড, গার্ডিয়ান, স্বদেশ,ট্রাষ্ট, মার্কেন্টাইল লাইফ এবং লাইফ ইন্স্যূরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ।ওদিকে নন-লাইফের কোম্পানী গুলো হচ্ছে ক্রিষ্টাল,মেঘনা, সাউথ এশিয়া, ইউনিয়ন, দেশ,এক্সপ্রেস, সেনাকল্যান,
সিকদার এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যূরেন্স।