লিষ্টেড কোম্পানীর উদ্যোক্তা পরিচালকদের পূর্ব ঘোষনা ছাড়া শেয়ার বিক্রিতে কঠোর ব্যবস্থাঃ


পূর্ব ঘোষনা ছাড়া পূঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানীর উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বিক্রি করা হলে পূঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কঠোর ব্যবস্থা গ্রহন করবে।
এই ভাবে শেয়ার বিক্রিতে পূর্ব হতে বিধি নিষেধ আরোপিত থাকলেও সম্প্রতি পূঁজি বাজারের তালিকাভুক্ত কিছু কোম্পানীর উদ্যোক্তা ও পরিচালক অনৈতিক সুবিধা নিতে ঘোষনা ছাড়াই শেয়ার বিক্রি করেছেন।যা’ বিএসইসির গোচরে এসেছে।
বিএসইসি ইতিমধ্যে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করে জরিমানা ও বিও একাউন্ট ফ্রিজ করার মতো পদক্ষেপ গ্রহন করেছে।

*ইন্স্যুরেন্সটাইমস্ বিডি.কম নিউজডেক্স।